গোমস্তাপুরে ভুটভুটি ও মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত ও আহত-১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় সাকিলা (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে

গোমস্তাপুরে ভুটভুটি ও মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত ও আহত-১

গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় সাকিলা (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দরবারপাড়া গ্রামের শাকিমের মেয়ে।

বৃহস্পতিবার(২৯ মে) সন্ধ্যা ৫:২০ মিনিটের দিকে বাড়ি থেকে রহনপুর আসার পথে বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা -২ গ্রামের মোটর ইউনিয়ন ভুমি অফিসের সামনে ভুটভুটিও মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ।এতে মোটরসাইকেলে থাকা শিশু গুরুতর আহত হয় ।পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় ।

অপর, মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়।একই উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দরবারপাড়া গ্রামের আজাদের ছেলে।তার ডান পা ও ডান হাতসাহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে ।নিহত শিশুর লাশ বর্তমানে আত্মীয়-স্বজনের হেফাজতে আছে ।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।বর্তমানে রাস্তার যান চলাচল স্বাভাবিক আছে বলে জানান তিনি।