গোমস্তাপুরে ভুটভুটি ও মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত ও আহত-১
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় সাকিলা (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে

গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় সাকিলা (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দরবারপাড়া গ্রামের শাকিমের মেয়ে।
বৃহস্পতিবার(২৯ মে) সন্ধ্যা ৫:২০ মিনিটের দিকে বাড়ি থেকে রহনপুর আসার পথে বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা -২ গ্রামের মোটর ইউনিয়ন ভুমি অফিসের সামনে ভুটভুটিও মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ।এতে মোটরসাইকেলে থাকা শিশু গুরুতর আহত হয় ।পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় ।
অপর, মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়।একই উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দরবারপাড়া গ্রামের আজাদের ছেলে।তার ডান পা ও ডান হাতসাহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে ।নিহত শিশুর লাশ বর্তমানে আত্মীয়-স্বজনের হেফাজতে আছে ।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।বর্তমানে রাস্তার যান চলাচল স্বাভাবিক আছে বলে জানান তিনি।