গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রান, এই স্লোগান কে সাথে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন গোমস্তাপুর শাখার আয়োজনে ও মর্ডাণ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার রহনপুর এর সহযোগিতায় ৫৭ তম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃএসো করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রান, এই স্লোগান কে সাথে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন গোমস্তাপুর শাখার আয়োজনে ও মর্ডাণ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার রহনপুর এর সহযোগিতায় ৫৭ তম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ২৮ অক্টোবর )সকালে বংপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠানে,উপস্থিত ছিলেন,সাবেক সভাপতি কেন্দ্রীয় কমেটি আখতারুজ্জামান শিহাব,সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি সোহেল রানা,সভাপতি নাচোল উপজেলা শাখা
শহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক নাচোল উপজেলা শাখা মিঠুন কুমার,সভাপতি ভোলাহাট উপজেলা শাখা রাসেল আহমেদ,সভাপতি গোমস্তাপুর উপজেলা শাখা আসাদুজ্জামান আসাদ,সাধারণ সম্পাদক,গোমস্তাপুর উপজেলা শাখা আসাদুজ্জামান প্রাণ,সাংগঠনিক সম্পাদক,গোমস্তাপুর উপজেলা শাখা আব্দুল মালেক,বংপুর মানব সেবা ফান্ড মোহাম্মদ জাকারিয়া,বংপুর মানবসেবা ফান্ড মোহাম্মদ ওবায়দুর।
এই মহতী উদ্যোগে ছাত্রসহ এলাকার নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন ও রক্তের গ্রুপ পরীক্ষা করান। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ ক্যাম্পেইনটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
এই সময় চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজকেরা বলেন,আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামীতেও মানুষের সেবা করে যেতে চাই।” এই ধারাবাহিক কার্যক্রম স্থানীয় মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা ও রক্তদানে উৎসাহিত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।

উল্লেখ্য এ পর্যন্ত চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের কার্যক্রম,রক্ত সরবরাহ ৫ হাজার ৩০০শত ব্যাগ,অসহায় রোগীদের রক্তের ব্যাগ সরবরাহ ২৯ টি,বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প ৫৭ টি,বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ৫ টি,বৃক্ষরোপণ ২ হাজার প্লাস,শীতবস্তু বিতরণ ১ হাজারবিনামূল্যে চক্ষু অপারেশন ৭ টি,ইফতার বিতরণ ১১টি স্থানে ২ হাজার প্লাস প্যাকেট বিতরণ,আর্থিক সহযোগিতা প্রদান ৫ টি পরিবার,পরিষ্কার পরিচ্ছন্ন ইভেন্ট ৫ টি,ডোনার যাতায়াত খরচ ৩০ জন।



