চাঁপাইনবাবগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাইক্রোবাসের ধাক্কায় নুর আহমেদ নামে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
 
                                গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাইক্রোবাসের ধাক্কায় নুর আহমেদ নামে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে রহনপুর -আড্ডা আঞ্চলিক সড়কের এনায়েতপুরে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন।
পুলিশ সূত্রে জানা যায়,গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের লক্ষীনারায়নপুর গ্রামের জসিমউদ্দিন স্বপরিবারে পার্বতীপুর ইউনিয়নের এনায়েতপুরে তার এক আত্মীয় বাসা থেকে নিজ বাড়ি ফেরার জন্য সেখানে অপেক্ষা করার সময় শিশুটি দৌড় দিলে রহনপুর থেকে আড্ডাগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
এ ঘটনায় গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন বলেন,পরিবারের অভিযোগ না থাকায় শিশুর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
 
                        



 
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
 
    
 
    
 
    
 
    
 
    
                                        
                                     
    
 
    
 
    
 
    
