চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু-দুই পুলিশ সদস্য প্রত্যাহার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যুর ঘটনায় অস্থায়ী চেকপোস্টে দায়িত্ব পালন করা দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু-দুই পুলিশ সদস্য প্রত্যাহার

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যুর ঘটনায় অস্থায়ী চেকপোস্টে দায়িত্ব পালন করা দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের সার্কিট হাউস মোড়ে সড়ক দুর্ঘটনায় রিফাত আলী ও সোহাগ আহমেদ নামে দুই তরুণ নিহত হন। স্থানীয়দের অভিযোগ, পুলিশের চেকপোস্ট এড়িয়ে পালানোর সময় পুলিশ ধাওয়া দিলে বা বাধার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে তারা ছিটকে পড়েন এবং মারা যান।

দুর্ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কের ওপর মরদেহ রেখে অবরোধ করেন স্বজন ও স্থানীয়রা। একপর্যায়ে উত্তেজিত জনতা বিশ্বরোড পুলিশ বক্স ও শান্তিবাগ পুলিশ ফাঁড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। পরে সেনাবাহিনী ও বিজিবির সহায়তায় রাত সাড়ে ৭টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ‘ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর ওপর হামলার পর নিবন্ধনহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ। এরই ধারাবাহিকতায় সার্কিট হাউস মোড়ে চেকপোস্ট বসানো হয়। সেখানে ট্রাফিক ও থানা পুলিশের সদস্যরা ছিলেন। ওই চেকপোস্টে রিফাত ও সোহাগের মোটরসাইকেল থামানোর সংকেত দেয়া হয়। কিন্তু সংকেত অমান্য করে তারা গতি বাড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করলে দুর্ঘটনায় পড়ে মারা যান।

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখছে পুলিশ। সেখানে মনে হচ্ছে, মোটরসাইকেল যাওয়ার সময় পেছন থেকে পুলিশ ধাক্কা দিচ্ছে বা ধরার চেষ্টা করছে। ফুটেজগুলো আরও গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এ জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনাস্থলে ৭ জন পুলিশ সদস্য ছিলেন। তাদের মধ্যে দুজনকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেয়া হয়েছে।