সীমান্তে শেষবারের মতো মায়ের মুখ দেখলো ভারতীয় মেয়ে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবির মানবিক সিদ্ধান্তে,শেষবারের মত বাংলাদেশী নাগরিক মায়ের মুখটি দেখার সুযোগ পেলেন তার ভারতীয় মেয়ে

সীমান্তে শেষবারের মতো মায়ের মুখ দেখলো ভারতীয় মেয়ে

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবির মানবিক সিদ্ধান্তে,শেষবারের মত বাংলাদেশী নাগরিক মায়ের মুখটি দেখার সুযোগ পেলেন তার ভারতীয় মেয়ে।

বার্ধক্যজনিত কারণে সোমবার রাতে মৃত্যুবরণ করা বাংলাদেশি নাগরিক তারা বানুর মুখ শেষবারের মতো দেখার সুযোগ পান ভারতে বসবাসরত তার মেয়ে মালেকা বেগমসহ স্বজনরা।

সোমবার রাতে (গত ৮ ডিসেম্বর রাত ৯টায় )চাঁপাইনবাবগঞ্জের জমিনপুর গ্রামের বাসিন্দা তারা বানু (৭৫) মৃত্যুবরণ করেন। খবর পেয়ে ভারতে থাকা তার মেয়ে বিএসএফের মাধ্যমে লাশ দেখার আবেদন করেন বাংলাদেশের বিজিবির কাছে।

বিষয়টি জানার পর মানবিক বিবেচনায় দ্রুত সিদ্ধান্ত নেয় চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকালে (৯ ডিসেম্বর সকাল ৮টা ২০ থেকে ৮টা ৩৫ মিনিট পর্যন্ত) শিবগঞ্জ সীমান্তের কিরণগঞ্জ বিওপি এলাকার সীমান্ত পিলার ১৭৯/৩-এস এর শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে স্বজনদের লাশ দেখানোর ব্যবস্থা করা হয়।

শূন্যরেখায় মায়ের মুখ দেখে আবেগে ভেঙে পড়েন মেয়ে মালেকা বেগম। শেষ বারের মত মাকে দেখার সুযোগ দেয়ায় বিজিবি ও বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান মালেকা বেগম ও তার ভারতীয় আত্মীয়রা।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন:বিজিবি সবসময় যেকোনো মানবিক প্রয়োজনে সহানুভূতিশীল ভূমিকা পালন করে।