শিবগঞ্জ সীমান্তে অস্ত্র ও গুলিসহ একজন আটক
শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হুদমাপাড়া আসারীর আমবাগানে থেকে অবৈধ বিদেশী অস্ত্র গুলি ম্যাগাজিন এবং পলাতক চোরাকারবারীদের ফেলে যাওয়া একটি হাসুয়াসহ একজন আটক
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হুদমাপাড়া আসারীর আমবাগানে থেকে একটি অবৈধ বিদেশী অস্ত্র, ৬ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন এবং পলাতক চোরাকারবারীদের ফেলে যাওয়া একটি হাসুয়াসহ একজনকে আটক করে ৫৯ বিজিবি
আটক কৃত আসামী হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলার আজমত বাগিচাপাড়া গ্রামের মোঃ আনারুল ইসলামের ছেলে মোঃ রুহুল আমিন (৩০)
৫৯ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যায় গত ১১ অক্টোবর ২০২৩ তারিখ রাত ৮টা হইতে ১০টার মধ্যে আজমতপুর বিওপির দায়িত্বপূর্ন এলাকা দিয়ে চোরাকারবারীর ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অস্ত্র পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রেক্ষিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮১/১০-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হুদমাপাড়া আসারীর আমবাগানে ওঁৎ পেতে থাকে। পরবর্তীতে রাত ১০টার সময় ০৪-০৫ জন লোককে শূন্য লাইন হতে বাংলাদেশে আসার সময় বিজিবি টহল দল তাদেরকে ধাওয়া দিলে চোরাকারবারীরা পালানোর চেষ্টা করে ঐ সময় বিজিবি টহল দল মোঃ রুহুল আমিন(৩০), পিতা-মোঃ আনারুল, গ্রাম-বাগিচাপাড়া, ডাকঘর-আজমতপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে আটক করতে সক্ষম হয় এবং অন্য ৪ জন চোরাকারবারী রাতের অন্ধকারে আমবাগানের ভিতর দিয়ে পালিয়ে যায়। আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে ১টি অবৈধ বিদেশী অস্ত্র, ৬ রাউন্ড গুলি,২টি ম্যাগাজিন এবং পলাতক চোরাকারবারীদের ফেলে যাওয়া ১টি হাসুয়া জব্দ করা হয়। আটককৃত আসামীকে থানায় সোপর্দ এবং পলাতক আসামীদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, মাদক ও অস্ত্র চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।