শিবগঞ্জে বিট পুলিশিং সভা

মাদক বাল্যবিবাহ ইভটিজিং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধকল্পে পুলিশ কাজ করে আসছে আগামীতেও পুলিশের এ কাজ অব্যাহত থাকবে

শিবগঞ্জে বিট পুলিশিং সভা

চাঁপাইনবাবগঞ্জে বিট পুলিশিং কার্যক্রমের ধারাবাহিকতায় শিবগঞ্জ থানাধীন দায়পুকুরিয়া ইউনিয়নের বাগবাড়ি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দায়পুকুরিয়া ইউনিয়নের বাগবাড়ি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে মেম্বার মাইদুল রহমানের সঞ্চালনায় 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিবগঞ্জ থানা,অফিসার ইনচার্জ, জনাব মো: সাজ্জাদ হোসেন। তিনি বলেন মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধকল্পে পুলিশ কাজ করে আসছে আগামীতেও পুলিশের এ কাজ অব্যাহত থাকবে। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুকোমল চন্দ্র দেবনাথ, পুলিশ পরিদর্শক (তদন্ত), শিবগঞ্জ থানা, চাঁপাইনবাবগঞ্জ, জনাব মো: সোহেল রানা, পুলিশ উপ-পরিদর্শক, শিবগঞ্জ থানা, চাঁপাইনবাবগঞ্জ।সভায় স্থানীয় এলাকার ৪৫০/৫০০ লোকের সমাগম হয়।

০৩নং দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আলোমগীর (রেজা), সভাপতিত্ব করেন।