শিবগঞ্জে শাসন করতে গিয়ে মায়ের হাতে ছেলের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শাসন করতে গিয়ে মায়ের মারধরে শিকার আসিক (১২) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা উঠেছে

শিবগঞ্জে শাসন করতে গিয়ে মায়ের হাতে ছেলের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শাসন করার সময় মায়ের হাতে মার খাওয়া এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার মোবারকপুর ইউনিয়নে গঙ্গারামপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া।

মারা যাওয়া বার বছর বয়সী আশিক ওই গ্রামের সুমন আলি-আলিয়া বেগম দম্পতির ছেলে। তাদের দুই ছেলে-মেয়ে।

গ্রামবাসীদের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান মাহমুদুর হায়দারি বলেন,“দরিদ্র পরিবার; সুমন ঢাকায় দিনমজুরের কাজ করেন আর বাড়িতে সংসার দেখাশোনা করেন আলিয়া। ঘটনার দিন সকালে শিশু আশিককে শাসন করার সময় মারধর করেন তার মা আলিয়া। পরে শিশুটি মারা যায়।

এ বিষয়ে সুমন আলির চাচাতো ভাই দুলাল আলি জানান, “শিশু আশিক মার খেয়ে মারা গেছে এমনটা নয়। সে আগে থেকে অসুস্থতায় ভুগছিল, এ হালে হয়তো তার মৃত্যু ছিল।

আশিকের বাবা সুমন আলি ঢাকা থেকে বাড়ি ফিরছেন ছেলের শেষবারের মত মুখ দেখার জন্য।

মোবাইলে তিনি বলেন, “আমি কাজ-কামে বাহিরে থাকি আর সংসার দেখাশোনা করে স্ত্রী। 'মা' ছেলে-মেয়েকে শাসন করবে, সোহাগ করবে-এটাই স্বাভাবিক। শাসন করতে গিয়ে সন্তানের যদি মৃত্যু হয়, এই জন্য তাকে দায়ী করছি না; কোনো অভিযোগ নেই আমার।

ওসি গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত হলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় পরিবারের কেউ এখনো অভিযোগ করেননি বলেও জানান তিনি ।