চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিনের ছুটি শেষে আজ থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিনের ছুটি শেষে আজ থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সকাল ৯টায় ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম শুরু হয়।
সোনামসজিদ শুল্ক স্টেশনের সহকারী কমিশনার সাব্বির আহম্মেদ জিসান জানান, ছুটি শেষে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ভারতীয় পাথরসহ বিভিন্ন পণ্যবাহী ৩০টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। তেমনি বাংলাদেশ থেকেও রপ্তানিকৃত পণ্যভর্তি ট্রাক ভারতে গেছে। দুদেশের পণ্যভর্তি ট্রাক যাওয়া-আসার মধ্যে দিয়ে বন্দরে শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
এদিকে, সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা জানান, দুর্গাপূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের পারস্পারিক সিদ্ধান্তে ২৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে আজ ছুটি শেষে পুনরায় বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে।