বাহুবলে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধীর মৃত্যু
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রেনে কাটা পড়ে চেরাগ আলী (৫৫) নামে এক শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রেনে কাটা পড়ে চেরাগ আলী (৫৫) নামে এক শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২০ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের কালুটুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত চেরাগ আলী ওই এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চেরাগ আলী কানে কম শুনতেন। সকালে বৃষ্টি শুরু হলে তিনি খালে মাছ ধরতে যান। একপর্যায়ে রেললাইন দিয়ে হাঁটার সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
বিষয়টি শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাজেদুল ইসলাম সোহাগ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।