নাচোলে পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা করলেন বিএনপির নেতারা
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও জেলা বিএনপির পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পূজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা,দুর্গাপূজা উৎসবের সার্বিক খোঁজ খবর এবং হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়সহ উপজেলার বিভিন্ন জায়গা জনসাধারণের সাথে মতবিনিময় করছেন বিএনপির নেতারা।

মো:সামিরুল ইসলাম প্রতিনিধি:সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও জেলা বিএনপির পক্ষ থেকে,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে,মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে থেকে রাত পর্যন্ত নাচোলে অবস্থানরত পূজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা,দুর্গাপূজা উৎসবের সার্বিক খোঁজ খবর এবং হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়সহ উপজেলার বিভিন্ন জায়গা জনসাধারণের সাথে মতবিনিময় করছেন বিএনপির নেতারা।
"পূজা মন্ডপ পরিদর্শনকালে নেতারা বলেন“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি। আমাদের নির্দেশ দিয়েছেন যাতে আমরা সব ধর্ম-বর্ণের মানুষের খোঁজখবর রাখি, তাদের সুখে-দুঃখে পাশে দাঁড়াই এবং বিশেষ করে দুর্গাপূজার মতো গুরুত্বপূর্ণ উৎসবে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে ও নিরাপদে উৎসব পালন করতে পারে- সে বিষয়ে সজাগ থাকি।”তারা আরও বলেন, “বিএনপি সব ধর্ম-বর্ণের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। অতীতেও যেমন হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
পুজা মন্ডপ পরিদর্শনকালের মধ্যে পথে নাচোল উপজেলার সহ-সভাপতি শফিকুল ইসলাম ও তার সাথে থাকা বিএনপির নেতাকর্মীদের সাথে কুশল বিনিময়।
পুজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন,গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তৌকি।
আরো উপস্থিত ছিলেন,রহনপুর পৌর বিএনপি সদস্য সচিব,ইসমাইল হোসেন,আলিনগর ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক, সাইফুল ইসলাম গাজী,বিএনপি নেতা শেখ জামির- উল ইসলাম বিপ্লব, সাজ্জাদ আলী, আরমান আলী, মিজান, সেরাজুল ইসলাম,রফিকুল ইসলাম,যুবনেতা,রবিউল ইসলাম, জুয়েল আলী,হাসান আলী ছাত্রনেতা, মুরসালিনসহ,বিএনপি'র অঙ্গ ও সহযোগী, সংগঠনের,নেতাকর্মীরা।