গোমস্তাপুরে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ পেলো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা

বোরো ধানের হাইব্রিড আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে এই ধান বীজ বিতরণ করা হয়

গোমস্তাপুরে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ পেলো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বোরো ধানের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ কেন্দ্রে এই কার্যক্রমের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা।

উদ্বোধনী দিনে বোয়ালিয়া ইউনিয়নের ৫০ জন কৃষকের মধ্যে এই বীজ বিতরণ করা হয়।

এই কার্যক্রমের মধ্যে প্রত্যেক কৃষক ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ পাচ্ছেন। পর্যায়ক্রমে উপজেলার ৮টি ইউনিয়ন ও রহনপুর পৌরসভার ৫ হাজার কৃষককে এই ধানের বীজ দেওয়া হবে।

পরে একই স্থানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা। উপসহকারী কৃষি কর্মকর্তা রাকীবউদ্দীনের সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন- কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার।

এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও কৃষকরা।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের (হাইব্রিড) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে এই ধান বীজ বিতরণ করা হচ্ছে।