ওয়ার্ড পর্যায়ে দল গোছাতে দুমকিতে বিএনপি'র সদস্য সংগ্রহ অভিযান
পীরতলা খাল এ উপজেলার প্রাণ। আজ শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি বেঁচে থাকতেন, তবে এই খাল কখনো ময়লার ভাগার হয়ে যেত না।

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পীরতলা খাল এ উপজেলার প্রাণ। আজ শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি বেঁচে থাকতেন, তবে এই খাল কখনো ময়লার ভাগার হয়ে যেত না।
মঙ্গলবার বিকেলে শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন মঞ্চে এ মন্তব্য করেন দুমকি উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান।
স্থানীয় গোলাম সারোয়ার হাফিজিয়া মাদ্রাসার মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কবির খান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাওলানা মতিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক হাওলাদার, মো. রুহুল আমিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান মিন্টু, আবদুস ছালাম মৃধা, যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদুল আলম মৃধা ও শ্রমিক দলের সদস্য সচিব মো. ফারুক হোসেন মৃধা।
বক্তাদের দাবি, বিএনপিকে শক্ত ভিত গড়তে হলে তৃণমূলেই সংগঠনকে মজবুত করতে হবে। নতুন সদস্য সংগ্রহ ও পুরনো সদস্যদের নবায়নের মাধ্যমে দলকে আরও সংগঠিত করার কাজ চলছে।
তাঁরা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে জনগণের অংশগ্রহণই হবে বিএনপির সবচেয়ে বড় শক্তি।