দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে পবিপ্রবি উপাচার্যের শোক বার্তা
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পবিপ্রবি ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন নেতৃত্বের প্রতীক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।
এক শোকবার্তায় তিনি বলেন, তিনবারের নির্বাচিত সফল প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় অধ্যায়ের প্রতিনিধিত্ব করেন। সামরিক শাসনবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং নারী নেতৃত্বের বিকাশে তাঁর অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
দীর্ঘদিন ধরে নানা জটিল শারীরিক অসুস্থতার সঙ্গে সংগ্রাম করে অবশেষে তিনি মহান আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। তাঁর এই বিদায়ে দেশ একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ক, একজন দৃঢ়চেতা নেতৃত্ব ও একজন সংগ্রামী অভিভাবককে হারাল।
তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য দের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।




