সৃজনী বিদ্যানিকেতন দলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়

পটুয়াখালীর দুমকিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ৩দিন ব্যাপি ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত আনন্দঘন পরিবেশে সমাপ্ত হয়েছে

সৃজনী বিদ্যানিকেতন দলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ৩দিন ব্যাপি ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত আনন্দঘন পরিবেশে সমাপ্ত হয়েছে।

‎বৃহস্পতিবার (২৫সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় সরকারি জনতা কলেজ মাঠে আয়োজিত টুর্নামেন্টের সর্বশেষ ইভেন্ট বালকদের ফুটবল ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম সফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ ফরহাদ হোসেন খান, সদস্য মোঃ আসলাম হাওলাদার, মোঃ জাহিদুল ইসলাম, বশিরুল আলম, সাইফুল ইসলাম পাভেল, মোসা: খাদিজা বেগম, অরুন চন্দ্র দাস, মনিরুল ইসলাম, মনোয়ার হোসেন প্রমুখ।

‎এসময় ফুটবল বালক ফাইনাল খেলায় দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয় দল, সৃজনী বিদ্যানিকেতন দলকে ৩/০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এর আগে বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মাঠে ফুটবল বালিকাদের খেলায় দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয় দল, উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় দলকে ১/০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

‎উল্লেখ্য এবছর উপজেলার ৪৬ টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা মোট ৩০টি একক ও দলীয় ইভেন্টে অংশ গ্রহণ করে। প্রতিটি ইভেন্টের খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে গত ২৩ সেপ্টেম্বর  সকালে দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন।