‎দলীয় নির্দেশনা না মেনে দুমকিতে বিএনপির নামে কেন্দ্রীয় নেতার ইফতার মাহফিল 

পটুয়াখালীর দুমকিতে কেন্দ্রীয় বিএনপি'র ভাইস-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে

‎দলীয় নির্দেশনা না মেনে দুমকিতে বিএনপির নামে কেন্দ্রীয় নেতার ইফতার মাহফিল 

‎মোঃ সজিব সরদার ‎পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে কেন্দ্রীয় বিএনপি'র ভাইস-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে। দলীয় নির্দেশনা উপেক্ষা করে উপজেলা পর্যায়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজনের অভিযোগ উঠেছে। 

‎গত সোমবার (০৩ মার্চ) বিএনপি'র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক নোটিশে সারাদেশে ওয়ার্ড পর্যায়ে ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। যার অনুলিপি পটুয়াখালী জেলা বিএনপি'র আহবায়ক ও সদস্য সচিবকেও দেওয়া হয়েছে। 

‎গত সোমবার(১৭মার্চ)এই নির্দেশনা উপেক্ষা করেই দুমকি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে উপজেলা পর্যায়ে ইফতার মাহফিল আয়োজনের অভিযোগ পাওয়া গেছে বিএনপির কেন্দ্রীয় নেতা এয়ার ভাইস মার্শাল(অব.) অলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে। এমনকি এই অনুষ্ঠানের বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি-সাধারন সম্পাদকও কিছুই জানেন না। এদিকে এঘটনায় বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। উপজেলা যুবদলের সভাপতি জসিম উদ্দিন হাওলাদার বলেন, ইফতার অনুষ্ঠানের ব্যানারে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নাম লেখা হলেও এ বিষয়ে আমরা কিছুই জানিনা। দলীয় নির্দেশনা উপেক্ষা করে যারা এর সাথে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। 

‎দুমকি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুল আলম মৃধা বলেন, তারেক রহমানের নির্দেশক্রমে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে ইফতার পার্টি অলরেডি শুরু করে দিয়েছি। উপজেলা ভিত্তিক ইফতার পার্টি করা সম্পূর্ণ নিষেধ।

‎উপজেলা বিএনপি'র সভাপতি মো.খলিলুর রহমান বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী উপজেলা পর্যায়ে ইফতার পার্টি করার সুযোগ নেই। উপজেলা পরিষদ মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল নিয়ে তারা কিছুই জানেন না। এ সময় তিনি আরও বলেন, দলীয় নির্দেশনা উপেক্ষা করে আয়োজিত এসব অনুষ্ঠানে উপজেলা বিএনপি'র কোন সম্পৃক্ততা নেই। 

‎যোগাযোগ করা হলে পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংসু সরকার কুট্টি বলেন কেন্দ্রীয় বিএনপি'র নির্দেশ হচ্ছে ওয়ার্ডে ওয়ার্ডে ইফতার পার্টি করা কিন্তু আমাদের এখানে একজন কেন্দ্রীয় নেতা রয়েছে তিনি কোনো নির্দেশ মানেন না এবং তার আশেপাশে যারা রয়েছেন তারা অনেকেই আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করছেন 

‎অভিযোগের বিষয়ে জানতে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে বারবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।