এনসিপির শাপলা প্রতীক নিয়ে বিধিমালা সংশোধনের চিঠি পেয়েছি-সিইসি
জাতীয় নাগরিক পার্টির এনসিপি শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করতে বিধিমালা সংশোধনের চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করতে বিধিমালা সংশোধনের চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের কাছে সিইসি এ এম এম নাসির উদ্দিন এ কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, এনসিপির শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করতে বিধিমালা সংশোধনের চিঠি পেয়েছি। এখন কমিশনে আলাপ-আলোচনা করে শিগগিরই সিদ্ধান্ত নেব।
শাপলা প্রতীকের বিষয়ে তিনি বলেন, শাপলা চেয়েছিল মাহমুদুর রহমান মান্নার দল, নাগরিক ঐক্য প্রথম চেয়েছিল। তখন আলোচনা হয়নি, এখন কেন হচ্ছে। ওদের তো দেয়নি। তখন তো আলোচনা হয়নি। এনসিপির শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করতে বিধিমালা সংশোধনের চিঠি পেয়েছি। এখন কমিশনে আলাপ-আলোচনা করে শিগগিরই সিদ্ধান্ত নেব।
চিঠি নিয়ে তিনি বলেন, ‘যে কোনো নাগরিক চিঠি দিতেই পারে। আর একটা দল, অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া দল—তারা চিঠি দিতেই পারে। নাগরিক ঐক্য নিবন্ধিত দল। তারা কেটলি প্রতীক পরিবর্তন করে শাপলা চেয়েছে। আমার সঙ্গে দেখাও করেছে। আমরা দিইনি। এরপর শাপলা চেয়েছে এনসিপি। কমিশন নানা বিবেচনায় শাপলা কাউকে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চিঠি দেওয়ার মাঝে উনাদের আইনের ব্যত্যয় হতে পারে।
শাপলা আদায় কীভাবে করতে হয় তা জানে এনসিপি, এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘রাজনৈতিক নেতারা অনেক কথা বলেন। বলার অধিকার আছে। আমাদের শোনার ধৈর্য আছে। আমরা শুনেই যাব। আমাদের কাজ আমরা করব।
নির্বাচনে নিয়ে সিইসি বলেন, ‘আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য জোরেশোরে প্রস্তুতি নিচ্ছি। প্রধান উপদেষ্টার ঐতিহাসিক নির্বাচন করার প্রতিশ্রুতির বাস্তবায়নের জন্যই কাজ করছি। কারও কথায় নয়, বিবেকের তাড়নায় কাজ করতে চাই,সোজা পথে কারও পক্ষে কাজ করতে চাই না।
সূত্র দৈনিক ইত্তেফাক