পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৭তম সভা 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)র রিজেন্ট বোর্ডের ৫৭তম সভা বৃহস্পতিবার(১১ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৭তম সভা 

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)র রিজেন্ট বোর্ডের ৫৭তম সভা বৃহস্পতিবার(১১ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন ভাইস-চ্যান্সেলর ও রিজেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। সভা সঞ্চালনা করেন রিজেন্ট বোর্ডের সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন।

‎সভায় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল লতিফ, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের (অব.) প্রফেসর ড. মোঃ জহির উদ্দীন, কীটতত্ত্ব বিভাগের (অব.) প্রফেসর ড. খন্দকার শরীফুল ইসলাম, ফিজিওলজি বিভাগের প্রফেসর ড. নাজিম আহমাদ, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকী, পবিপ্রবির কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান,কম্পিউটার সায়েন্স অ্যান্ড আইটি বিভাগের প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন,বেসিক সায়েন্স বিভাগের প্রফেসর ড. মো: মামুন অর রশীদ, ইনোভা আইটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ শরফুদ্দিন, পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ এবং বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্টরা।

‎সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি মৃত্যুবরণকারী কয়েকজন কর্মচারীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল লতিফ। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক, গবেষণা, অবকাঠামো উন্নয়ন এবং চলমান প্রকল্পসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

‎সভায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন,“পবিপ্রবির সার্বিক অগ্রগতি, শিক্ষার মানোন্নয়ন ও গবেষণার বিস্তার নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সিদ্ধান্ত স্বচ্ছতা, জবাবদিহি ও অংশীদারিত্বের ভিত্তিতে গ্রহণ করা হোক। রিজেন্ট বোর্ড সেই লক্ষ্যেই একযোগে কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী ও শিক্ষার্থীদের কল্যাণে আমরা যেসব নীতি গ্রহণ করছি,তা ভবিষ্যতে পবিপ্রবিকে একটি আধুনিক, উদ্ভাবনী ও গবেষণাভিত্তিক প্রতিষ্ঠানে পরিণত করবে।

‎তিনি আরও বলেন,“আমরা একাডেমিক পরিবেশকে সমৃদ্ধ করতে চাই। গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্র সম্প্রসারণ, শিক্ষকদের উন্নয়ন, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং ক্যাম্পাসের সার্বিক প্রশাসনিক কাঠামোকে আধুনিকীকরণের বিষয়ে বোর্ড গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। সকলের সহযোগিতা ও আন্তরিকতা আমাদের এই অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে।

‎বিশ্ববিদ্যালয়ের চলমান ও ভবিষ্যৎ কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করতে রিজেন্ট বোর্ড সদস্যরা একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।