দুমকিতে চলতি বছরের এপ্রিল মাসে মাদকদ্রব্য সহ আটক-৬

চলতি বছরের এপ্রিল মাসে দুমকি থানা পুলিশের অভিযানে ১৯ পুড়িয়া হেরোইন, ২৫ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ ৬জনকে আটক করা হয়েছে

দুমকিতে চলতি বছরের এপ্রিল মাসে মাদকদ্রব্য সহ আটক-৬

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ চলতি বছরের এপ্রিল মাসে দুমকি থানা পুলিশের অভিযানে ১৯ পুড়িয়া হেরোইন, ২৫ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ ৬জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পটুয়াখালী আদালতে প্রেরণ করা হয়েছে। 

‎পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল রাতে পায়রা সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় ২৫ গ্রাম গাঁজাসহ মোঃ অনিক, পিতা- মোঃ জাহাঙ্গীর হোসেন,মোঃ রাহাত দিপু, পিতা- সোহেল রানা ও মোঃ জিসান, পিতা- মোঃ হারুনকে আটক করা হয়। তাদের বাড়ি বরিশাল জেলার নলছিটি ও সদর থানা।১৩ এপ্রিল রাতে একই স্থানে ১০ পিস ইয়াবাসহ  পটুয়াখালীর আমতলী উপজেলার চাওরা, চালিতাবুনিয়া এলাকার সানু গাজীর ছেলে সবুজ গাজীকে আটক করে। এছাড়াও ১৭ এপ্রিল রাতে একই স্থানে চেকপোস্টে ১৯ পুড়িয়া হেরোইনসহ পটুয়াখালীর কালিকাপুর এলাকার হাফিজুর রহমানের ছেলে আমিনুল ইসলাম তানিম ও শহিদুল ইসলামের ছেলে রায়হানকে আটক করে পুলিশ। 

‎দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পটুয়াখালী আদালতে প্রেরণ করা হয়েছে।