পটুয়াখালীতে বিএনপি'র চার ইউনিট কমিটি স্থাগিত

পটুয়াখালী জেলার আওতাধীন চারটি সাংগঠনিক ইউনিটের বিদ্যমান কমিটি স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি

পটুয়াখালীতে বিএনপি'র চার ইউনিট কমিটি স্থাগিত

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার আওতাধীন চারটি সাংগঠনিক ইউনিটের বিদ্যমান কমিটি স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

‎বৃহষ্পতিবার(১৫ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

‎একই সাথে এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক এ্যাড.মজিবুর রহমান টোটনকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে,পরবর্তী দলীয় নির্দেশ না দেওয়া পর্যন্ত পটুয়াখালী পৌরসভা বিএনপি, পটুয়াখালী সদর উপজেলা বিএনপি, দুমকি উপজেলা বিএনপি ও মির্জাগঞ্জ উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি স্থগিত থাকবে।

‎বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

‎এবিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস-মার্শাল(অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেন, নির্বাচনে ভালো করার জন্য যা যা মঙ্গলের সেটাতো দল করবে। এক্ষেত্রেও কেন্দ্র যেটি ভাল মনে করেছে সেটিই করেছে।