‎নবীগঞ্জে গাঁজাসহ এক যুবক আটক

‎হবিগঞ্জের নবীগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ পরিমল বিশ্বাস নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

‎নবীগঞ্জে গাঁজাসহ এক যুবক আটক

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ পরিমল বিশ্বাস (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

‎শনিবার (২৫অক্টোবর) রাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মো. কামরুজ্জামান এর দিকনির্দেশনায় ও ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির  উপপরিদর্শক (এসআই) অনিক দেবনাথ এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

‎আটক পরিমল বিশ্বাস ওই ইউনিয়নের গালিমপুর গ্রামের লাল মোহন বিশ্বাস ও রিনা রানী বিশ্বাসের ছেলে।

‎পুলিশ জানায়, অভিযানে পরিমলের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

‎আটককের বিষয়টি নিশ্চিত করেন, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেখ মো. কামরুজ্জামান। তিনি জানান,পরিমল বিশ্বাস কাছে থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গাঁজা রাখার কথা স্বীকার করেছেন।আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।