হবিগঞ্জে প্রেমিকের বিয়ে ভাঙায় যুবতির আত্মহত্যার চেষ্টা
হবিগঞ্জের নবীগঞ্জে বিয়ের আশ্বাসে ঘর ছেড়ে আসা ২৪ বছর বয়সী এক যুবতীকে প্রেমিক শেষ পর্যন্ত বিয়ে না করার কারণে সে আত্মহত্যার চেষ্টা করেছেন।

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জে বিয়ের আশ্বাসে ঘর ছেড়ে আসা ২৪ বছর বয়সী এক যুবতীকে প্রেমিক শেষ পর্যন্ত বিয়ে না করার কারণে সে আত্মহত্যার চেষ্টা করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রণি আহমদ সাকিব দীর্ঘদিন ধরে ওই যুবতির সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে আসছিলেন। পরিবারের অমতের পরও যুবতী সম্পর্ক বজায় রাখেন। রবিবার যুবতী কাউকে কিছু না জানিয়ে সাকিবের সঙ্গে ঘর ছাড়েন এবং তার বাসায় অবস্থান করেন।
পরদিন সোমবার সাকিব যুবতীকে কাজী অফিসে নিয়ে যান। কিন্তু সেখানে গিয়ে নানা অজুহাত দেখিয়ে বিয়ে করতে অস্বীকার করেন। অভিযোগ রয়েছে, কাবিনের জন্য যুবতির কাছ থেকে ১০ হাজার টাকা দাবি করেন সাকিব। টাকা না দিতে পারায় তিনি যুবতীকে ‘নষ্টা-ভ্রষ্টা’ বলে অপমান করেন।
মানসিকভাবে ভেঙে পড়া যুবতী একপর্যায়ে দোকান থেকে একটি ছোট চাকাু কিনে নিজের হাতের রগ কেটে দেন। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনার তদন্ত করছে।