নতুন বছরের শুভেচ্ছা জানালেন শাহিন
দেশবাসীকে ২০২৫ সালের নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় চাঁপাই প্রেস নিউজ পোর্টালের প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদন:দেশবাসীকে ২০২৫ সালের নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় চাঁপাই প্রেস নিউজ পোর্টালের প্রধান উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ জর্জ কোর্টের এ্যাডভোকেট-মোঃ শাহিনুর রহমান শাহিন।
শুভেচ্ছা বার্তায় বলেন,প্রবহমান স্রোতের মতো বয়ে চলেছে আমাদের জীবন এক এক করে জীবন থেকে খসে পড়েছে মূল্যবান একটি বছর,চিরায়িত নিয়মে পাল্টে যাচ্ছে ক্যালেন্ডার। Happy New Year 2025। সুখের স্মৃতি রেখে মনে দুঃখের স্মৃতি যেও ভুলে,মিশে থেকো আপন জনে,মান অভিমান সব ভুলে আশার প্রদীপ রেখো জেলে হাজার সূর্য সবার চোখে,সবাই মিলেমিশে থাকবো সুখে।
২০২৪ সালকে বিদায় জানিয়ে নতুন করে নতুন বছর ২০২৫ সালকে স্বাগত জানায়,সকলকে উদ্দেশ্যে করে তিনি বলেন,আসুন আমরা চেষ্টা করি পুরোনো বছরের সকল দুঃখ- কষ্ট দুর্দশা কে ভুলে গিয়ে আজকে নতুন বছর নতুন দিনে আমাদের নিজের পরিবারের ও দেশবাসীর সকল পরিবারের সাথে,একসাথে নতুন বছরকে বরণ করি।তবুও ২০২৪ সালকে বিদায় জানিয়ে নতুন বছর ২০২৫ সালকে আমরা সবাই স্বাগত জানাই। ২০২৫ সাল নতুন করে নিয়ে আসতে পারে আমার আপনাদের জীবনের সকল সুখ ও আনন্দ।