কুড়িগ্রামে গাঁজাসহ দুইজন গ্রেফতার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার বিকালে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করেছে।
গ্রেফতাকৃত মাদক ব্যবসায়ীরা হলেন উপজেলার কাশিপুর ইউনিয়নের মধ্য কাশিপুর এলাকার এনামুল হক এনার (২৮) ও একই উপজেলার নওদাবস এলাকার জিয়াউল হক জিয়া।
থানা পুলিশ জানায়, সোমবার দুপুরে ফুলবাড়ী থানার পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার পুলিশ মাদক ব্যবসায়ী এনামুল হকের বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ কেজি ১০০ গ্রাম গাঁজা, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করে ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সোমবার বিকালে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
চাঁপাই প্রেস/চাঁ