‎হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ দুইজন আটক

‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৪৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী

‎হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ দুইজন আটক

স্বপন রবি দাশ হবিগঞ্জ:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৪৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।

গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর পর্যন্ত শাহজিবাজার আর্মি ক্যাম্পের একটি দল উপজেলার দেউড়গাছ ইউনিয়নের জোয়ালভাঙ্গা গ্রামে এ অভিযান পরিচালনা করে।

‎সেনাবাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টা থেকে ভোর ২টা পর্যন্ত প্রায় ছয় ঘণ্টাব্যাপী অভিযান চলে। এ সময় পরমেশ্বর কর্মকার (৩০) ও দীলিপ তন্তবয় (২৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের সহযোগী আরও দুজন পালিয়ে যায় বলে জানায় সেনাবাহিনী।অভিযানে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ টাকা। 

‎আটক দুজনই হলো- দেউড়গাছ ইউনিয়নের জোয়ালভাঙ্গা গ্রামের বাসিন্দা মালিক কর্মকার পুত্র পরমেশ্বর কর্মকার,মিলন তন্তবয়ের পুত্র দীলিপ তন্তবয়।

‎সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় একটি বড় মাদকচক্রের নাম উঠে এসেছে। ওই চক্রের নেতৃত্বে রয়েছেন আব্দুল শহিদ (৬০) নামে এক ব্যক্তি, যিনি এলাকায় ‘গাঁজা ব্যবসার গডফাদার’ হিসেবে পরিচিত বলে জানা গেছে।

‎অভিযান শেষে আটক দুইজনকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।