নবীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মানহা (১৪ মাস) নামের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মানহা (১৪ মাস) নামের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত মানহা কুর্শী ইউনিয়নের বাজকাশারা গ্রামের জুয়েল মিয়ার মেয়ে।
শনিবার দুপুরে বাড়ির উঠানে খেলার সময় মানহা সবার অগোচরে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত ইসলাম সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। শিশুটির মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




