‎হবিগঞ্জ সীমান্তবর্তী এলাকায় ৫০ কেজি ভারতীয় গাঁজা জব্দ

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযানে পঞ্চাশ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে।

‎হবিগঞ্জ সীমান্তবর্তী এলাকায় ৫০ কেজি ভারতীয় গাঁজা জব্দ

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযানে পঞ্চাশ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে। 

‎রোববার (৪ জানুয়ারি) বিকেল পৌনে ৪ টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর হরষপুর বিওপির টহলদল সীমান্ত পিলার-২০০০/এমপি থেকে দুইশো গজ ভিতরে রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালায়।

‎অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য এক লাখ পঁচাত্তর হাজার টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে।

‎সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, “আইনানুগ প্রক্রিয়া শেষে গাঁজা ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখার কার্যক্রম চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে