‎নবীগঞ্জে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও গ্রামে কৃষি জমিতে কাজ করার সময় বিষাক্ত সাপের কামড়ে দিলওয়ার হোসেন (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে

‎নবীগঞ্জে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও গ্রামে কৃষি জমিতে কাজ করার সময় বিষাক্ত সাপের কামড়ে দিলওয়ার হোসেন (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মজমদর আলীর ছেলে।

‎স্থানীয়রা জানিয়েছেন, দিলওয়ার হোসেন পেশায় মিশুকচালক হলেও কৃষিকাজে যুক্ত ছিলেন। শনিবার (২৫ অক্টোবর) সকালে দিকে করগাঁও ইউনিয়নের জন্তরী হাওরে তিনি জমিতে কাজ করার সময় সাপ তাকে কামড় দেয়।

‎পরিবারের সদস্যরা তাকে দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেটের একটি হাসপাতালে প্রেরণ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় দিলওয়ার হোসেনের মৃত্যু হয়।

‎গ্রামের মানুষ এবং পরিবারের সদস্যরা কৃষকের অকাল মৃত্যুকে দুঃখজনক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।

‎স্থানীয়রা সতর্ক করেছেন, বর্তমানে মাঠে কাজের সময় সাপের দংশনের ঘটনা বৃদ্ধি পেয়েছে, তাই কৃষক এবং স্থানীয় মানুষদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।