নবীগঞ্জে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও গ্রামে কৃষি জমিতে কাজ করার সময় বিষাক্ত সাপের কামড়ে দিলওয়ার হোসেন (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে
স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও গ্রামে কৃষি জমিতে কাজ করার সময় বিষাক্ত সাপের কামড়ে দিলওয়ার হোসেন (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মজমদর আলীর ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, দিলওয়ার হোসেন পেশায় মিশুকচালক হলেও কৃষিকাজে যুক্ত ছিলেন। শনিবার (২৫ অক্টোবর) সকালে দিকে করগাঁও ইউনিয়নের জন্তরী হাওরে তিনি জমিতে কাজ করার সময় সাপ তাকে কামড় দেয়।
পরিবারের সদস্যরা তাকে দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেটের একটি হাসপাতালে প্রেরণ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় দিলওয়ার হোসেনের মৃত্যু হয়।
গ্রামের মানুষ এবং পরিবারের সদস্যরা কৃষকের অকাল মৃত্যুকে দুঃখজনক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।

স্থানীয়রা সতর্ক করেছেন, বর্তমানে মাঠে কাজের সময় সাপের দংশনের ঘটনা বৃদ্ধি পেয়েছে, তাই কৃষক এবং স্থানীয় মানুষদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।



