হবিগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় একজন গ্রেফতার
হবিগঞ্জের মাধবপুরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি বাইজিদ মিয়া (২২)কে র্যাব গ্রেপ্তার করেছে।
স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি বাইজিদ মিয়া (২২)কে র্যাব গ্রেপ্তার করেছে।গত মঙ্গলবার ভোর রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার নীলা মার্কেট এলাকা থেকে র্যাব-৯ ও র্যাব-১ যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার উত্তর বেজুড়া গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।
র্যাব সূত্র জানায়, ভিকটিম বেজুড়া মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী। দীর্ঘদিন ধরে আসামি মাদ্রাসায় যাতায়াতের পথে তাকে উত্ত্যক্ত করছিল। বিষয়টি পরিবারকে জানানো হলে আসামির স্বজনদেরও অবগত করা হয়। এতে আসামি আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।
পুলিশ জানায়, গত ৭ ডিসেম্বর রাত ১১টার দিকে ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে, দুই সহযোগীর সহায়তায় আসামি ঘরে প্রবেশ করে। ভিকটিম ঘরে ফিরে এলে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ভিকটিমের চিৎকারে তার বাবা-মা ঘটনাস্থলে পৌঁছান। এরপর আসামি ও তার সহযোগীরা পালিয়ে যায়।
ঘটনায় ভিকটিমের মা মাধবপুর থানায় মামলা দায়ের করেন। মামলা তদন্তে র্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার একেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে।




