সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার-১৭০০
সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে আরও এক হাজার ৭০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে আরও এক হাজার ৭০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৬ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৮২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৭১৮ জনকে।
অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ১২ বোর শর্টগানের কার্তুজ ৯৫০ রাউন্ড, পিস্তলের গুলি ৬ রাউন্ড, একটি বার্মিজ চাকু, বন্দুকের ব্যারেলের অংশ একটি ও একটি বন্দুকের বাটের অংশ উদ্ধার করা হয়েছে বলে জানান এ এইচ এম শাহাদাত হোসেন।




