বদলগাছী আম বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে ৫ লক্ষ টাকার আমসহ ট্রাক খাদে

নওগাঁর বদলগাছী উপজেলার অধাইপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে আম বোঝাই ট্রাকের সঙ্গে খালি ২টি ট্রাকের সংঘর্ষে আম বোঝাই ট্রাক উল্টে পড়ছে রাস্তার পাশে খাদে এ ঘটনায় ৩ জন আহত হয়েছে।

বদলগাছী আম বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে ৫ লক্ষ টাকার আমসহ ট্রাক খাদে

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : নওগাঁর বদলগাছী উপজেলার অধাইপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে আম বোঝাই ট্রাকের সঙ্গে খালি ২টি ট্রাকের সংঘর্ষে আম বোঝাই ট্রাক উল্টে পড়ছে রাস্তার পাশে খাদে এ ঘটনায় ৩ জন আহত হয়েছে। 

আহত ব্যক্তিরা হলেন ঢাকা জেলার মিরপুর মাজার রোডের, মিরপুর গ্রামের আবুল হাশেমের ছেলে আবুল কাশেম (৩৫), ঢাকা শিবচর মাদারীপুর গ্রামের নুর ইসলামের ছেলে আজিজুল হক ৩০ ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের মৃত কফিল উদ্দিনের ছেলে মইনুদ্দিন (৫৬)।

স্থানীয় ও থানা সূত্রে জানাযায় ,সোমবার ১৪ ই জুলাই আনুমানিক সকাল ৭টার দিকে বদলগাছী টু আক্কেলপুর সড়কের আধাইপুর ইউপির বিষ্ণুপুর নামক স্থানে বগুড়ার উদ্দেশ্যে সাপাহার থেকে ছেড়ে আসা আম বোঝাই ট্রাক 

অপরদিক থেকে ছেড়ে আসা সাপাহারগামী খালি ট্রাক আম বোঝাই ট্রাকটিকে প্রথমে ধাক্কা মারে প্রথম ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির প্রাচীরে ধাক্কা লেগে প্রাচীরের কিছু অংশ ভেঙে যায়,দ্বিতীয়বারে পিছনে আসা আর একটি খালি ট্রাক আম বোঝাই ট্রাক টিকে দ্বিতীয় ধাক্কা মারলে আম বোঝাই ট্রাকটি সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে গিয়ে উল্টে পড়ে।

এ সময় স্থানীয়রা এসে ঘটনাস্থল থেকে হেল্পারসহ তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।এ খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলের আশেপাশের লোকজনের ভির জমায় এতে রাস্তায় চলাচলকারী পথচারীর কিছুটা বিঘ্ন ঘটে, 

এই দুর্ঘটনায় প্রায় ৫লাখ টাকার আম পানিতে ডুবে যায় খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং যান চলাচল স্বাভাবিক করে।। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আসে। ট্রাকের এক্সিডেন্টের কথা শুনে সাপাহারের আম ব্যবসায়ীরা ঘটনা স্থলে আসে কান্নায় ভেঙে পড়ে এবং তারা জানান ৫লাখ টাকারও বেশি আম নিয়ে ট্রাকটি যাচ্ছিলো।

এ ব্যাপারে বদলগাছী থানা ভারপ্রাপ্তা কর্মকর্তা ওসি(তদন্ত) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ও তাদের চিকিৎসা চলছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।