নওগাঁয় মাস্টার ক্রাফটসপার্সনদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নওগাঁয় উন্নয়ন সংস্থা মৌসুমী কর্তৃক বাস্তবায়নাধিন রেইজ প্রকল্পের শিক্ষানবিশি কার্যক্রমের নতুন মাস্টার ক্রাফটসপার্সন (ওস্তাদদের) দুই দিন ব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁয় মাস্টার ক্রাফটসপার্সনদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় উন্নয়ন সংস্থা মৌসুমী কর্তৃক বাস্তবায়নাধিন রেইজ প্রকল্পের শিক্ষানবিশি কার্যক্রমের নতুন মাস্টার ক্রাফটসপার্সন (ওস্তাদদের) দুই দিন ব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। 

সংস্থার উকিলপাড়াস্থ প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে ২২-২৩ জানুয়ারী সকাল ১০টা থেকে দিনব্যাপী উক্ত ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। 

শেষ দিনের আয়োজনে আজ (২৩ জানুয়ারী) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র ব্যবস্থাপক (কার্যক্রম) জনাব সঞ্জয় কুমার বসাক।

মৌসুমী’র নির্বাহী পরিচালক হোসেন শহীদ ইকবাল এর সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন, সংস্থাটির উপ-নির্বাহী পরিচালক ও রেইজ প্রকল্পের ফোকাল পার্সন এরফান আলী, পরিচালক (ক্ষুদ্রঋণ) জসিম উদ্দিন প্রমুখ।

উক্ত আয়োজনে শিক্ষানবিশি কার্যক্রমে সঠিকভাবে পরিচালনার জন্য এমসিপিদের দ্বায়িত্ব ও কর্তব্য, কর্মী ব্যবস্থাপনা, পরিবেশ সুরক্ষা, কাউন্সেলিং ইত্যাদি বিষয়ে সেশন পরিচালনা করেন রেইজ সমন্বয়কারী নূরুন নাহার, কেস ম্যানেজমেন্ট অফিসার নূরুন্নবী রাসেল ও লাইফ স্কিল এন্ড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অফিসার সিফাত ইসলাম।

দুই দিনের উক্ত ওরিয়েন্টেশন আয়োজনে ১৪টি ট্রেডে নওগাঁ সদর, কীর্তিপুর, আক্কেলপুরের তিলকপুরসহ কর্ম এলাকার ২০জন মাস্টার ক্রাফটসপার্সনগণ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষনের শেষ দিনে অতিথিবৃন্দ অংশগ্রহণকারী এমসিপিদের হাতে উদ্যোগের জন্য ফাস্ট এইড বক্স, মেডিসিন, ব্যাকপ্যাক ও সাইনবোর্ড ইত্যাদি তুলে দেন।