নিয়ামতপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা বিএনপি'র উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তিমূলক বক্তব্যে ও মব সন্ত্রাস সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

নিয়ামতপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর নিয়ামতপুরে উপজেলা বিএনপি'র উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তিমূলক বক্তব্যে ও মব সন্ত্রাস সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বিকাল ৪টায় দলীয় কার্যালয় থেকে বের হওয়া মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।

উপজেলা যুবদলের আহবায়ক মনজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী।

প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা, হাজিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম সুজা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, শাহ নেওয়াজ চৌধুরী সবুজ, মেহেদী হাসান, যুবদলের সাবেক সহ-সভাপতি সালাউদ্দিন সিরাজী পলাশ, ছাত্র দলের কলেজ শাখার সাবেক আহবায়ক সুলতান মাহমুদ সজীব চৌধুরী, উপজেলা ছাত্র দলের আহবায়ক সালাউদ্দীন গাজীসহ স্থানীয় আরও নেতাকর্মী।

উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও কটুক্তির বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বলেন, তারেক রহমানের নামে যে অপবাদ ছড়ানো হচ্ছে তা হলো রাজনৈতিক প্রতিহিংসার কারনে। বিএনপি একটি বড় ও সুসংগঠিত দল। এসব অপপ্রচার চালিয়ে লাভ হবে না, আমরা এর দাঁতভাঙা জবাব দিতে মাঠে প্রস্তুত আছি।