নওগাঁয় বিপুল পরিমাণ গাঁজা ও মদসহ দুইজন আটক

নওগাঁ শহরের হরিজন সুইপার কলোনিতে পুলিশের বিশেষ অভিযানে ৭০ কেজি গাঁজা ও ১৬ লিটার মদ উদ্ধার করা হয়েছে।

নওগাঁয় বিপুল পরিমাণ গাঁজা ও মদসহ দুইজন আটক

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :নওগাঁ শহরের হরিজন সুইপার কলোনিতে পুলিশের বিশেষ অভিযানে ৭০ কেজি গাঁজা ও ১৬ লিটার মদ উদ্ধার করা হয়েছে। এসময় দুইজনকে আটক করা হয়েছে। রোববার ২১ শে ডিসেম্বর সাড়ে ১২টায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন, সুইপার কলোনী মৃত ভানু বাঁসফোর এর ছেলে রাজা বাঁসফোর (৩৭) ও ভবেষ বাঁসফোর এর ছেলে রাহুল (১৯)।

থানা পুলিশ সূত্রে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিত্বে শহরের হরিজন সুইপার কলোনিতে সকাল ৯টায় মৃত ভানু বাঁসফোর এর ছেলে রাজা বাঁসফোরের বাড়িতে সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে। তবে ঘরটি তালাবদ্ধ থাকায় ঘরের তালা ভেঙে প্রায় ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের অভিযানের আগে মাদক ব্যবসায়িরা বুঝতে পেরে কিছু গাঁজার প্যাকেজ পাশের পুকুরে পানিতে ফেলে দেয়। পরে সেগুলো উদ্ধার করা হয়। পাশের আরেকটি বাড়ি থেকে ১৬লিটার মদ উদ্ধার করা হয়।

প্রায় ৩ ঘন্টাব্যাপী সুইপার কলোনিতে পুলিশের অভিযান পরিচালনা করা হয়।

পরে জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ অভিযানে যোগ দেয়। প্রতিটি বাসায় তল্লাসি চালানো হয়। এসময় কিছু বাংলা মদ উদ্ধার করা হয়।

মাদকমুক্ত করতে এ ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানান জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম।