নিয়ামতপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে ৯ আগস্ট বৃহস্পতিবার সকালে, আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষ ছাত্র-ছাত্রী ও শিশুরা অংশগ্রহণ করেন। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হন অংশগ্রহণকারীরা।
আলোচনা সভায় জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি নগেন কুজুর সভাপতিত্বে ও নওগাঁ জেলা জাতীয় আদিবাসী পরিষদ এর সাধারণ সম্পাদক অজিত কুমার মুন্ডার সঞ্চালনায়, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আদিবাসী নেতা সুভাষচন্দ্র হেমরন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, নওগাঁ জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক বাসন্তী টপ্পো, বিদ্যুৎচন্দ্র মাহাতো প্রমুখ।
দিবসটি উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, আদিবাসীদের ভাষা, সংস্কৃতি ও জীবনধারাকে সংরক্ষণ করা জরুরি। তারা শিক্ষা, স্বাস্থ্য, ভূমি অধিকারসহ ন্যায্য দাবি তুলে ধরেন।
বক্তৃতায় আরও বলা হয়—আদিবাসী জনগোষ্ঠী দেশের অবিচ্ছেদ্য অংশ। তাদের স্বীকৃতি ও সম্মান নিশ্চিত করতে রাষ্ট্রীয় উদ্যোগ আরও জোরদার করতে হবে।