নিয়ামতপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে করনীয় শীর্ষক আলেচনা সভা ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বিদায় সংবর্ধনা

শিক্ষার মান উন্নয়নে করনীয় শীর্ষক আলোচনা সভা এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব রনজিৎ কুমার সিকদার এর বদলি জনিত বিদায় সংবর্ধনা

নিয়ামতপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে করনীয় শীর্ষক আলেচনা সভা ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বিদায় সংবর্ধনা

তৈয়বুর রহমান নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ৮ নং বাহাদুপুর ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ামতপুর নওগাঁ কতৃক আয়োজিত আজ (১৬ জানুয়ারী) বিকেলে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে করনীয় শীর্ষক আলোচনা সভা এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব রনজিৎ কুমার সিকদার এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

জোনাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঃ রহমান এর সঞ্চালনায় এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আঃ হান্নান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ তরিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর জনাব মোঃ রুহুল আমিন, বিদায়ী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব রনজিৎ কুমার সিকদার।

পবিত্র কুরআন থেকে তেলওয়াত এবং গীতা পাঠের মাধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এর পর নবনিযুক্ত উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ তরিকুল ইসলাম এবং বিদয়ী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব রনজিৎ কুমার সিকদার স্যারদের মধ্যে সম্মাননা ক্রেষ্ট এবং উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ তরিকুল ইসলাম মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং বাস্তবায়নের জন্য উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এক সঙ্গে কাজ করার দৃড় প্রত্যয় ব্যাক্ত করেন।

বিদায়ী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রনজিৎ কুমার সিকদার তার বক্তব্যে বলেন আমি এখানে প্রায় ১০ বছর কাজ করার সুযোগ পেয়েছি নিয়ামতপুর আমার মনের মনিকোঠায় স্থান করে নিয়েছে এবং তিনি বলেন কর্মক্ষেত্রে যেখানেই থাকিনাকেন নিয়ামতপুরের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাবো। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন গয়েসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মামুনুর রশিদ, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম, লক্ষিতাড়া ভাদরন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ নাজমুল হক, একরামুল শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নিশাদ বানু, সহকারি শিক্ষক মোঃ আঃ রহমান, মোঃ তৈয়বুর রহমান, রীনা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইকরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রেজাউল ইসলাম সেলিম, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি জনাব মোঃ সাহাজান শাজু এবং ৮ নং বাহাদুরপুর ইউনিয়ন সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক বৃন্দ।