নওগাঁর নিয়ামতপুরে ড্রিঙ্কিং ওয়াটার পয়েন্ট ও হ্যান্ড ওয়াশিং স্টেশনের উদ্বোধন
সোমবার দুপুরে ব্র্যাক ওয়াশ কমিউনিটির উদ্যোগে নিয়ামতপুরে ড্রিঙ্কিং ওয়াটার পয়েন্ট ও হ্যান্ড ওয়াশিং স্টেশনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ সোমবার দুপুরে ব্র্যাক ওয়াশ কমিউনিটির উদ্যোগে নিয়ামতপুরে ড্রিঙ্কিং ওয়াটার পয়েন্ট ও হ্যান্ড ওয়াশিং স্টেশনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: মুরশিদা খাতুন। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোপাল চন্দ্র, বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি চৌধুরী তানভীর আহমেদ, সকল শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষার্থী প্রমুখ।
উদ্বোধনকালে বক্তারা বলেন, এই ওয়াটার পয়েন্ট ও হ্যান্ড ওয়াশিং স্টেশন শিক্ষার্থীসহ সাধারণ মানুষের জন্য বিশুদ্ধ পানির নিশ্চয়তা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে স্বাস্থ্য ঝুঁকি কমবে এবং সুস্থ জীবনযাত্রা আরও সহজ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।




