নওগাঁয় গৃহবধূর আত্মহত্যা
নওগাঁর মান্দায় রোকেয়া বেগম (৪০) নামে এক গৃহবধূ গোয়ালঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে

এবিএস রতন স্টাফ রিপোর্টার : নওগাঁর মান্দায় রোকেয়া বেগম (৪০) নামে এক গৃহবধূ গোয়ালঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে ৪ এপ্রিল শুক্রবার দুপুরে উপজেলার ৮ নং কুসুম্বা ইউনিয়নের শামুকখোল গ্রামে।
নিহত রোকেয়া বেগম উপজেলার ৮ নং কুসুম্বা ইউনিয়নের শামুকখোল গ্রামের আলম মন্ডলের স্ত্রী।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন,খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।