নওগাঁয় মানবাধিকার সংস্কৃতিক ফাউন্ডেশনের কমিটি গঠন

মানবাধিকার সংস্কৃতিক ফাউন্ডেশন এমএসএফ প্রধান নির্বাহীঅ্যাডভোকেট সাইদুর রহমান বলেন মানুষের মর্যাদা রক্ষা করা মানবাধিকারের কাজ

নওগাঁয় মানবাধিকার সংস্কৃতিক ফাউন্ডেশনের কমিটি গঠন

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার নওগাঁ :মানবাধিকার সংস্কৃতিক ফাউন্ডেশন (এমএসএফ)প্রধান নির্বাহীঅ্যাডভোকেট সাইদুর রহমান বলেন,মানুষের মর্যাদা রক্ষা করা মানবাধিকারের কাজ।দেশের পট পরিবর্তনের পর অনিয়ম কিছুটা কমেছে। কোন কিছুই থেমে নাই। সবই চলমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হতাহতের ঘটনায় বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ করেছি। গত ২৩ ডিসেম্ব ৮৮১ জন হতাতহতোর তথ্য আমরা প্রকাশ করেছি। এরমধ্যে মামলা করেছে ৩০০ জনের পরিববার। উপজেলা থেকে জেলা এবং জাতীয় নেটওয়ার্ক গঠন করা হবে। এতে ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত হবে। আমরা মানবাধিকার প্রতিষ্ঠা করতে চাই।

বুধবার বিকেলে নওগাঁ শহরের উকিলপাড়ায় বেসরকারি সংস্থার মৌসুমীর হলরুমে মানবাধিকার সংস্কৃতিক ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় এমএসএফ) প্রধান নির্বাহীঅ্যাডভোকেট সাইদুর রহমান এসব কথা বলেন।

এসময় আরো বক্তব্য রাখেন- আইনজীবী ডি.এম আব্দুল বারী, বেসরকারি সংস্থা মৌসুমীর নির্বাহী প্রধান হোসেন শহীদ ইকবাল রানা, হিউম্যান রাইটসের মনিটরিং অফিসার নাইচ পারভীন সহ অন্যরা বক্তব্য রাখেন। এসময় আইনজীবী, শিক্ষক, গণমাধ্যমকর্মী, ছাত্র সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে আইনজীবী ডি.এম আব্দুল বারী সভাপতি ও বেসরকারি সংস্থা মৌসুমীর নির্বাহী প্রধান হোসেন শহীদ ইকবাল রানাকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়।