নিয়ামতপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন 

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের বোরামবাড়ী এলাকার আদিবাসী সম্প্রদায়ের তিনটি পুকুরের মাছ ধরার ঘটনায়

নিয়ামতপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন 

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের বোরামবাড়ী এলাকার আদিবাসী সম্প্রদায়ের তিনটি পুকুরের মাছ ধরার ঘটনায় "আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করছে একটি চক্র " শিরোনামে গণমাধ্যমে একতরফা সংবাদ প্রকাশ হয়। সে সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিআরডিবি চেয়ারম্যান আব্দুর রহমান বাবু ও  উপজেলা বিএনপির সাবেক সদস্য রেজাউল ইসলাম। আজ বুধবার(৮ জানুয়ারি)সন্ধ্যায়  নিয়ামতপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুর রহমান বাবু বলেন, গতকাল(৭ জানুয়ারি)  বোরামবাড়ী এলাকার আদিবাসী সম্প্রদায়ের মাছ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের ছোট ভাই আব্দুল মতিন সোনার ও তার ক্যাডার বাহিনীর বিরুদ্ধে। আদিবাসী সম্প্রদায়ের প্রায় শতাধিক নারী-পুরুষ মিলে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন মতিন সোনার ও তার ক্যাডার বাহিনীর বিরুদ্ধে।

একই ইউনিয়নের সচেতন বাসিন্দা হওয়ায় তাদের শান্ত থাকতে বলায় মতিন সোনারসহ কতিপয় ব্যক্তি আমাকেসহ  রেজাউল ইসলাম ও সেকেন্দার আলীর নাম ব্যবহার করে গণমাধ্যমে একতরফা বক্তব্য প্রদান করে। 

আদিবাসী সম্প্রদায়ের লোকজনের মাছ ছিনিয়ে নেওয়ার পরও তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে এবং আমাদের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

আব্দুল মতিন সোনারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ৫ আগস্টের আগে মতিন সোনার বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন না। তার বড় ভাই মোস্তাফিজুর রহমানের ছত্রছায়ায় পুকুর দখল, সরকারি গাছ কর্তন, টেন্ডারবাজিসহ এমন কোন কাজ নেই যা তিনি করছেন না।

প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছি এবং বর্তমানে বিআরডিবির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছি। আমাদের হেয় করে তাদের যে বাসনা তা কোনদিনও পূরণ হবে না।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ১ নং হাজিনগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান, রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম সুজা, উপজেলা যুবদলের আহ্বায়ক মন্জুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সদস্য সালাউদ্দিন সিরাজী পলাশ, যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান প্রমূখ। 

উল্লেখ্য, গতকাল উপজেলার ভাবিচা ইউনিয়নের বোরামবাড়ী এলাকার আদিবাসী সম্প্রদায়ের তিনটি পুকুরের মাছ ছিনিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেন আদিবাসী সম্প্রদায়ের প্রায় ৫০ জন নারী-পুরুষ। একই দিনেই আব্দুল মতিন সোনার গণমাধ্যমে আব্দুর রহমান বাবু, রেজাউল ইসলাম ও সেকেন্দার আলীর নামে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে  আদিবাসীদের  সঙ্গে আঁতাত করার অভিযোগ করেন।