শিবগঞ্জ জালমাছমারী বাগান বাড়ির ভিতরে ৫০টি বাড়ি থাকলেও ছিল না কোন মসজিদ

১ মার্চ শনিবার এশার নামাজ পর থেকে ২০ রাকাত করে তারাবির নামাজ শুরু হতে যাচ্ছে জালমাছমারী বাগান বাড়ী বায়তুনপূর ওয়াক্তিয়া মসজিদে ২০২৫ সালের রমজান মাসে প্রতি বছরের মত এই বছরও জামাতের সাথে তারাবির নামাজে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন শান্তি নিবিড় পাঠাগার প্রতিষ্ঠাতা পরিচালক নাহিদ উজ্জামান

শিবগঞ্জ জালমাছমারী বাগান বাড়ির ভিতরে ৫০টি বাড়ি থাকলেও ছিল না কোন মসজিদ

নাহিদ উজ্জামান শিবগঞ্জ: ১ মার্চ শনিবার এশার নামাজ পর থেকে ২০ রাকাত করে তারাবির নামাজ শুরু হতে যাচ্ছে জালমাছমারী বাগান বাড়ী বায়তুনপূর ওয়াক্তিয়া মসজিদে ২০২৫ সালের রমজান মাসে প্রতি বছরের মত এই বছরও জামাতের সাথে তারাবির নামাজে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন শান্তি নিবিড় পাঠাগার প্রতিষ্ঠাতা পরিচালক নাহিদ উজ্জামান ।২০২১ সাথে নভেম্বর মাসে বাগান বাড়িতে শান্তি নিবিড় পাঠাগার উদ্যোগে প্রতিষ্ঠিত করা হয় একটি মসজিদ চারিদিক বেড়া উপরের টিন দিন ঘেড়া অবস্থায় নামাজ আদায় করেছেন । মসজিদের কাজ সম্পন্ন হলে ২০.০৩.২০২২ সালের পর থেকে নিয়মিত নামাজ শুরু করা হয় জালমাছমারী বাগান বাড়ী বায়তুনপূর ওয়াক্তিয়া মসজিদে।

এই মসজিদের প্রথম থেকেই সততার সাথে দায়িত্ব পালন করে আসছেন শান্তি নিবিড় পাঠাগারে উপদেষ্টা পরিষদের সদস্য : ডা: মো: নজরুল ইসলাম (পি.এম.টি) মেসার্স মা ফার্মেসী জায়গাটির দাতা কে এখানে একটি মসজিদ করতে চাই আলোচনার মাধ্যমে

তাকে বলা হলে তারা চার ভাই একসাথে হয়ে এই জমিটি মসজিদের নামে চার কাঠা দিয়ে দেন। পরবর্তীতে ব্যক্তিগত অর্থায়ন থেকে এই মসজিদের কাজ শুরু করি এবং এই কাজে স্থানীয়রাও সহযোগিতা করে পাশে ছিলেন কিন্তু এখন আর কিছু কাজ বাকি আছে । শান্তি নিবিড় পাঠাগার এর প্রতিষ্ঠাতা পরিচাল

উদ্যোক্তা মোঃ নাহিদ উজ্জামান বলেন ভালো কাজে আমি সবসময় আছি ভালো লাগে আমার অনেক কষ্টের টাকা থেকে মসজিদসহ বিভিন্ন সমাজে ঝরে পড়া শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করেছি সহযোগিতা করে থাকি আমি এই মসজিদের প্রথমে যখন কাজ শুরু করে আমরা নিজেরাই ব্যক্তিগত অর্থায়ন দিয়ে কাজ শুরু করেছিলাম ।প্রথমে মসজিদের জায়গাটির কথা বলা হলে তিনি রাজি হয়ে যান জায়গাটি দাতা তার মাধ্যমে আমরা মসজিদের কাজ শুরু করি।

পরবর্তীতে অনেকেই সহযোগিতা করেছেন আমাদের এই মসজিদে সভাপতির দায়িত্বে আছেন ডা: মো: নজরুল ইসলাম (পি.এম.টি) মেসার্স মা ফার্মেসী তিনি বলেন পাঠাগারের পরিচালক তার ভালো কাজে সমর্থন জানিয়ে এই জায়গাটি আমরা ৪ ভাই মসজিদের নামে করে দিয়েছি শান্তি নিবিড় পাঠাগার পরিচালক 

নাহিদ উজ্জামান কে সাথে নিয়ে অনেকেই এই আল্লাহর ঘরের কাজে এগিয়ে এসেছেন পরবর্তীতে আমরা এই মসজিদটি গড়ে তুলেছি এখন আর কিছু কাজ বাকি আছে আপনাদের ভালো লাগলে সহযোগিতা প্রদান করবেন মসজিদের বিষয়ে এটি আল্লাহর ঘরে ।

যিনি সভাপতিত্বে দায়িত্ব পালন করে আসছেন প্রথম থেকে তা যোগাযোগ নাম্বার 01718-577790