নাসিরনগরে রাস্তায় মযলা আবর্জনার স্তূপে জনদুর্ভোগ চরমে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে বিভিন্ন সড়কের পাশে দীর্ঘদিন যাবৎ ধরে থাকা ময়লা আবর্জনায় দুর্গন্ধ ও চলাচলে সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে

সুজিত কুমার চক্রবর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে বিভিন্ন সড়কের পাশে দীর্ঘদিন যাবৎ ধরে থাকা ময়লা আবর্জনায় দুর্গন্ধ ও চলাচলে সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। প্রতিদিনই ২০-৩০ মণ ময়লা, পচা ফল সবজি বিভিন্ন রাস্তার পাশে ফেলা হয়। যায় ফলে রাস্তায় চলাচলকারী পথচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, যানবাহন ব্যবহারকারীরা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে জন দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিক্ষকরা বলেন, প্রতিদিনই ছাত্র/ ছাত্রীরা ময়লা আবর্জনা স্তূপের দুর্গন্ধের কারণে নাকে ধরে শিক্ষার্থীরা স্কুলে আসে। এর প্রভাব শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটেছে।
স্থানীয়দের অভিযোগ, এই অবস্থার কারণে আশেপাশের এলাকায় বসবাসের অনুপযুক্ত হয়ে উঠছে। স্থানগুলো হল, নাসিরনগর বাজার সংলগ্ন মাছ সংরক্ষণের কেন্দ্র ( মাছের আরত), আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের পিছনের রাস্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদ সংলগ্ন রাস্তাসহ বিভিন্ন রাস্তায় যত্রযত্র ময়লা ফেলা হচ্ছে।
স্থানীয় এলাকাবাসী, নির্ধারিত জায়গায় ময়লা আবর্জনা ফেলার ব্যবস্থা গ্রহন করতে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে। নির্ধারিত স্থানে ময়লা আবর্জনা ফেলার ব্যবস্থা নেয়া হলে এলাকাবাসী দুর্ভোগের হাত থেকে রক্ষা পাবে।