নাসিরনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাক-লংগন নদীর পানিতে ডুবে তানিশা মনি (৫) ও তাবাসসুম (৪) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সুজিত কুমার চক্রবর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাক-লংগন নদীর পানিতে ডুবে তানিশা মনি (৫) ও তাবাসসুম (৪) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গোয়ালনগর ইউনিয়নের কদমতলী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তানিশা মনি কদমতলী গ্রামের জুনায়েদ মিয়ার মেয়ে এবং তাবাসসুম একই গ্রামের দুলাল মিয়ার মেয়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকার স্থানীয় প্রতিবেশীদেন সাথে কথা বলে জানা গেছে, শনিবার সন্ধ্যার দিকে বাড়ির পাশে দোকান থেকে ঝাল মুড়ি খেয়ে কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘাটলায় বসা ছিল। কিছুক্ষণ পরে নৌকায় থাকায় লোকজন নদীর পানিতে কিছু একটা ভাসতে দেখে এগিয়ে গিয়ে দেখতে পায় দুই শিশুর নিথর মৃত দেহ। কদমতলী গ্রামের বাচ্চু মিয়া জানায়, সন্ধ্যার দিকে দুইটি শিশুর লাশ নদীতে ভাসমান অবস্থা পাওয়া যায়, পরে তাদের উদ্ধার করা হয়।