স্বামীর পরকীয়া সহ্য করতে না পেরে স্ত্রীর আত্মহত্যা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় (৯ মার্চ) রবিবার স্বামীর পরকীয়া ও নির্যাতন সহ্য করতে না পেরে সাজনা বেগম (২৫) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে।

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় (৯ মার্চ) রবিবার স্বামীর পরকীয়া ও নির্যাতন সহ্য করতে না পেরে সাজনা বেগম (২৫) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। তিনি উপজেলার পূর্বভাগ ইউনিয়নের জসিম মিয়ার স্ত্রী ।
বিষয়টি নিশ্চিত করেছে নাসিরনগর থানার সাব ইন্সপেক্টর মন্তাজ আলী।
খোঁজ নিয়ে জানা গেছে, নাসিরনগর উপজেলার পূর্বভাগ গ্রামের পুককো মিয়ার ছেলে জসিম মিয়া প্রায় ৬ বছর আগে সিলেটের মেয়ে সাজনা বেগমকে বিয়ে করেন। এ অবস্থায় প্রতিবেশী এক নারীর সঙ্গে জসিমের পরকীয়া প্রেমের বিষয়টি টের পান সাজনা বেগম।বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের এক পর্যায়ে গতকাল শনিবার সকালে দিকে সাজনা বেগম কে তার স্বামী নির্যাতন করেন। স্বামীর পরকীয়া ও নির্যাতন সহ্য না পেরে আজ রবিবার সকালের দিকে বিষপান করেন সাজনা বেগম। পরে তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে সাজনা বেগম কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্থানান্তর করেন জরুরি বিভাগের চিকিৎসক। সেখানে নেওয়ার পর কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর সাজনা বেগমের স্বামী জসিম মিয়া পলাতক রয়েছে।
খবর পেয়ে দুপুরে দিকে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং সাজনার লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।