নাসিরনগর ফান্দাউক ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর ফান্দাউক ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে

নাসিরনগর ফান্দাউক ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল 

সুজিত কুমার চক্রবর্তী ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর ফান্দাউক ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার ৭ মার্চ ২০২৫ খ্রিঃ কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় ফান্দাউক ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক আলমগীর শাহ্ এর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি এডঃ এ কে এম কামরুজ্জামান মামুন। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন। তাছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম-সম্পাদক আমিরুল হোসেন চকদার,যুগ্ম - সম্পাদক সিরাজুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আউয়াল মেম্বার, ইউনুস মিয়া,মোশাররফ মিয়া, ফজলুল হক,কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠান, জাসাসের সদস্য সচিব সাদেকুর রহমান, ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক তাকিউল ইসলাম, কেএম মারজান, সদরের ভারপ্রাপ্ত সভাপতি মামুন আহমেদ, গোকর্ণের সাধারণ সম্পাদক ডালিম চৌধুরী,তরুণ দলের সদস্য সচিব নিজাম আলম, শামিমুল ইসলাম, হোসাইন মিয়া,মাছুম মিয়া, তফু, আরিফুল প্রমুখ।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ বাসীর জন্যে দোয়া করা হয়।