নাসিরনগরের যুবক অপহরনের ৬ দিন পর ঢাকা থেকে উদ্ধার,গ্রেফতার-৫

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর ফান্দাউক বাজার থেকে ফিল্মী কায়দায় অপহরনের ৬ দির পর আজ ২২ মার্চ ভোরে অপহৃত যুবক নয়ন দাস (২০) কে নাটকীয় কৌশলে রাজধানী ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে

নাসিরনগরের যুবক অপহরনের ৬ দিন পর ঢাকা থেকে উদ্ধার,গ্রেফতার-৫

সুজিত কুমার চক্রবর্তী নাসিরনগর ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর ফান্দাউক বাজার থেকে ফিল্মী কায়দায় অপহরনের ৬ দির পর আজ ২২ মার্চ ভোরে অপহৃত যুবক নয়ন দাস (২০) কে নাটকীয় কৌশলে রাজধানী ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। 

 ১৬ মার্চ সকাল ০৯.৫৮ টায় ফান্দাউক বাজারের নিজ দোকান হতে ডেকে বের করে ১টি মাইক্রোবাসে তুলে নয়নকে অপহরন করে নিয়ে যায় অপহরনকারীরা। ঐ দিনই রাতে নয়নের বাবা রামু দাস বাদী হয়ে ১টি অভিযোগ দায়ের করেন নাসিরনগর থানায়। বিভিন্ন পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সারাদেশে ছড়িয়ে পড়ে নয়ন অপহরনের খবর । নয়নের পরিবার ও এলাকায় বিরাজ করে ব্যাপক আতংক । এরই মধ্যে অপহরনকারীরা নয়নের পরিবারের কাছে নির্যাতনের ছবি ও অডিও পাঠিয়ে বিভিন্ন হুমকি ধমকি দিয়ে নয়নের পরিবার থেকে আদায় করে নিয়েছে বেশ কিছু টাকা।

এদিকে নয়নকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যায় নাসিরনগর থানা পুলিশ ও আইনশৃংখলার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন বাহিনী। চলমান আতংক আর উৎকন্ঠার মাঝেই আজ ভোর রাতে ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে অপহরনে জড়িত ৫ ব্যাক্তিসহ উদ্ধার করা হয়েছে নয়নকে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খাইরুল আলম এ প্রতিবেদককে জানান,নয়নকে ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে এবং অপহরনে জড়িত ৫ ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে। আমাদের প্রস্তুতি চলছে এব্যাপারে ব্রাহ্মনবাড়িয়ায় এসপি স্যার বিস্তারিত ব্রিফিং করবেন।