পেস প্রকল্পের স্কুল ক্যাম্পেইন
প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির উৎপাদিত খাদ্যপণ্যের ওপর স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির উৎপাদিত খাদ্যপণ্যের ওপর স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সংস্থাটির প্রোমোটিং এগ্রিকালচারাল কমার্সিয়ালাইজেশন অ্যান্ড এন্টারপ্রাইজেস (পেস) প্রকল্পের আওতায় ক্ষুদ্র উদ্যোগে উৎপাদিত পণ্যের ব্র্যান্ডিং বিষয়ে এই স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের তাহেরপুরে অবস্থিত টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটে অনুষ্ঠিত স্কুল ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক ও একাডেমিক ইনচার্জ সুবোধ চন্দ্র রায়, সহকারী শিক্ষক আবু জাফর, মো. কামরুজ্জামান, ট্রেড ইন্সট্রাক্টর সাদেকুজ্জামান সাহীন, প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ও পেস প্রকল্পের ফোকাল পার্সন মু. তাকিউর রহমান, প্রয়াসের অফিসার মাইনুল ইসলাম, এপিকালচার প্রকল্পের টিম লিডার মজিবুর রহমান ও রেডিও মহানন্দার প্রযোজক (অনুষ্ঠান ও খবর) নয়ন আলী। ক্যাম্পেইনে ইনস্টিটিউটের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় এই স্কুল ক্যাম্পেইনের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।