বালিয়াডাঙ্গায় কর্মী সম্মেলনে আবার নৌকায় ভোট দেয়ার আহ্বান ওদুদ এমপির
কয়েকটি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর এবং নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন অর্থমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে শনিবার ফলক উন্মোচনের মধ্য দিয়ে বেশ কয়েকটি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর এবং নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন অর্থমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপি। শনিবার একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন এবং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
এসময় আব্দুল ওদুদ এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা উপবৃত্তি, বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা, মাতৃত্বকালীন, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা ভাতার সুফলের কথা তুলে ধরেন। তুলে ধরেন সরকারের আশ্রয়ন প্রকল্পের সুফলের কথাসহ জেলার উন্নয়ন এবং দেশের উন্নয়নের কথাও।
আব্দুল ওদুদ বলেন বিভিন্ন ধরনের ভাতাভোগী মায়েরাই বেশি, কিন্তু তারা সবাই আওয়ামী লীগকে ভোট দেন না। কিন্তু আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট না দিলে এসব ভাতা বন্ধ হয়ে যাবে। তাই সকল ভেদাভেদ ভুলে আওয়ামী লীগকে ভোট দিতে হবে।
আব্দুল ওদুদ এমপি সকালে বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় গোরস্থানের উন্নয়ন কাজের উদ্বোধন করেন। পরে বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের পাকা রাস্তার কাজের উদ্বোধন করেন। এরপর তিনি শ্রীরামপুর (ইমরান মাস্টার) জামে মসজিদের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন। আব্দুল ওদুদ পলশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোরক্ষনাথপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর করেন। পলশা আলিম মাদ্রাসার নবনির্মিত ৪ তলা ভবনের উদ্বোধন করেন তিনি।
আব্দুল ওদুদ এমপি পলশা উচ্চ বিদ্যালয়ও পরিদর্শন করেন। বেলা সোয়া ১১টায় বিদ্যালয়ে গেলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ম্যানেজিং কমিটির সভাপতি জুলফিকার হোসেন, প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মোস্তাক হোসেনসহ অন্য শিক্ষকবৃন্দ।
এদিন বিকেলে আব্দুল ওদুদ বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর দুর্গাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজের আলোচনা ও পুনরায় নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে আহ্বান জানিয়ে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, সহসভাপতি রফিকুল ইসলাম, বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাকদীরুল আলম আজম ও সাধারণ সম্পাদক আবু সালেহ আল হাম্মাদ রাজিবসহ অন্যরা।