বুড়িচং উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজির
বুড়িচং উপজেলা বিএনপির নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মনোনীত হয়েছেন নাজির মাহমুদ নছির

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:বুড়িচং উপজেলা বিএনপির নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মনোনীত হয়েছেন নাজির মাহমুদ নছির।
নাজির মাহমুদ নছির দীর্ঘদিন ধরে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র সহ-সভাপতি। এছাড়া তিনি কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও প্রচার সম্পাদকসহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক জীবনে একাধিকবার কারা নির্যাতনের শিকার হয়েছেন নছির। তার মনোনয়নকে স্বাগত জানিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নেতাকর্মীরা অভিনন্দন জানিয়েছেন। বিশেষ করে এলাকার নেতা হাজী জসিম উদ্দীন এবং বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান তাকে শুভেচ্ছা জানিয়েছেন।