চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সংবিধান দিবস পালিত

এই সংবিধান শহীদের রক্তে লিখিত এই সংবিধান ৩০ লাখ শহীদ আর ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সংবিধান দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) জেলা ও উপজেলা প্রশাসন আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালন করে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

বক্তারা বলেন, এই সংবিধান শহীদের রক্তে লিখিত, এই সংবিধান ৩০ লাখ শহীদ আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত, এই সংবিধান সমগ্র জনগণের মূর্ত প্রতীক হয়ে বেঁচে থাকবে। এই সংবিধানকে আমাদের বুকে ধারণ করে বাঁচিয়ে রাখতে হবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ। সঞ্চালনায় ছিলেন জেলা কালচারাল অফিসার ড. ফারুকুর রহমান ফয়সল।

গোমস্তাপুরে জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর ভাবনা-সংবিধানের বর্ণনা এই প্রতিপাদ্যে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সারওয়ার জাহান সুমনের সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেনÑ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলামসহ অন্যরা।